জ্যোতিষশাস্ত্র অনুসারে নবগ্রহের আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। এরমধ্যে শুক্রের রাশি পরিবর্তনের প্রভাব সমস্ত রাশির জাতক জাতিকার জীবনে পড়ে থাকে। এদিকে, জ্যোতিষমতে ইউরেনাসকে 'অরুণ' সম্বোধন করা হয়। এই অরুণেরও মাহাত্ম্য রয়েছে রাশিফলে। সৌরমণ্ডলে অরুণকে তৃতীয় সবচেয়ে বড় গ্রহ মনে করা হয়। এরফলে শুক্রের সঙ্গে অরুণের সংঘবদ্ধতার নবপঞ্চম যোগ তৈরি হতেই তাতে বহু রাশির জাতক জাতিকার জন্য শুভ খবর আসতে চলেছে বলে মত জ্যোতিষশাস্ত্রের। দেখা যাক, লাকি কারা।
জ্যোতিষশাস্ত্র মতে, যখন কোনও গ্রহ একজন আরেক গ্রহের সঙ্গে ১২০ ডিগ্রিতে পঞ্চম ও নবম স্থানে সমান অংশ থাকে,তখন নবপঞ্চম যোগ তৈরি হয়। এটিকে অতি শুভ বলে মনে করা হয়। ২ ডিসেম্বর রাতে শুক্র ও অরুণ এমনই এক অবস্থানে থাকবে। সেদিন রাত ৮ টা ১০ মিনিটে এমন অবস্থান তৈরি হবে। দেখে নেওয়া যাক, লাকি কারা।
মীন
নবপঞ্চম যোগ খুবই লাভদায়ী হবে। এই রাশির জাতক জাতিকারা অপ্রত্যাশিত লাভ পাবেন। এর সঙ্গেই পৈতৃক সম্পত্তি পেতে পারেন আপনারা। কেরিয়ারে নানান দিক থেকে প্রমোশন শুরু হবে। আপনি সব দিক থেকে সন্তুষ্ট থাকতে চলেছেন। কোনও ইনসেন্টিভ পেতে পারেন এই সময়। বেশ কিছু রণনীতি দিয়ে ব্যবসার সময় উন্নতি পাবেন। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। টাকা সঞ্চয়ও হবে এই সময়।
কুম্ভ
আধ্যাত্মিক দিকে আপনার ঝোঁক বাড়তে থাকবে। কোথাও ধার্মিক যাত্রায় যেতে পারেন। কাজের সূত্রে আপনি এই সময় বিদেশে যেতে পারেন। আয়ের জন্য নতুন নতুন রাস্তা খুলে যেতে পারেন। প্রেম জীবনে অযথা রাগারাগি করবেন না।
বৃষ
এই রাশির জাতক জাতিকাদের জন্য নবপঞ্চম রাজযোগ খুবই লাভদায়ী। কাজের সূত্রে কোনও দূরবর্তী জায়গায় যেতে পারেন আপনি। চাকরিতে কোনও নতুন নতুন সুযোগ আসতে পারে। যা আপনাকে সুবিধা করে দিতে পারে। বাজে খরচের থেকে সাবধান হোন। প্রেমজীবন ভালো কাটবে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো হবে।
( এই তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)