আমাবস্যা তিথি প্রতি মাসেই আসে। আর এবার ২০২৪ সালের শেষ অমাবস্যা আসতে চলেছে। এই অমাবস্যা তিথি ঘিরে বহু পর্ব থাকে শাস্ত্রমতে। অমাবস্যায় সাধারণত কোনও শুভ কাজ করা হয়না। করা হয় পিতৃপুরুষের তর্পণ। এদিকে, এবারে বছরের শেষ অমাবস্যা পড়ছে সোমবার। মূলত, যে অমাবস্যা সোমবারে পড়ে, তাকে সোমবতী অমাবস্যা বলা হয়। আর এই সোমবার হল দেবাদিদেব মহাদেবের পুজোর দিন। সেই দিনে এই অমাবস্যা খুবই শুভ। দেখে নেওয়া যাক সোমবতী অমাবস্যার তিথি।
(আরও পড়ুন -Bangladesh News: ইউনুসদের নিয়ে অসন্তোষ? ‘দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়’, সুর চড়াল বিএনপি )
পৌষের কৃষ্ণপক্ষে সোমবতী অমাবস্যা:-
পঞ্জিকামতে, অনুসারে পৌষ মাসের কৃষ্ণপক্ষে সোমবতী অমাবস্যার তিথি বছরের শেষলগ্নে পড়ছে। পঞ্জিকা বলছে, ৩০ ডিসেম্বর ভোর ৪ টে ০১ মিনিটে এই তিথি শুরু হয়ে যাবে। আর পরের দিন অর্থাৎ মঙ্গলবার ভোররাত ৩ টে ৫৬ মিনিটে শেষ হবে তিথি। উল্লেখ্য, যেহেতু এই অমাবস্যা তিথির রাত একমাত্র ৩০ ডিসেম্বরই পাওয়া যাচ্ছে, আর তা সোমবার পড়ছে, তাই এই অমাবস্যাকে সোমবতী অমাবস্যা বলা হয়েছে।
(- Bizarre wedding in UP: বিয়ের ভোজে রুটি দিতে দেরি..রেগে লাল বর আসর ছেড়ে বেরিয়ে বিয়ে করে নিলেন অন্য মহিলাকে! কোথায় ঘটল? )
( Afghanistan attacks Pak: পাক এয়ারস্ট্রাইকের জবাবে পাকিস্তানের একাধিক পোস্টে আফগান-তালিবানের হামলা! সীমান্তে চড়ছে পারদ)
( Somvati Amavasya 2024: ২০২৪র শেষ সোমবতী অমাবস্যায় কৃপা করবেন স্বয়ং মহাদেব, রয়েছে বহু দুর্লভ যোগ! লাকি কারা?)
সোমবতী অমাবস্যার ব্রহ্ম মুহূর্ত:-
এই অমাবস্যার ব্রহ্ম মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ। এই অমাবস্যার ব্রহ্ম মুহূর্তে স্নান ও দানের রীতি রয়েছে। আর সেই স্নান ও দান বেশ গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে দেখে নেওয়া যাক, ২০২৪ সালের শেষ অমাবস্যার ব্রহ্ম মুহূর্ত কখন হচ্ছে। পঞ্জিকা বলছে, ২০২৪ সালের শেষ অমাবস্যার তিথি ভোর ৫ টা ২৪ মিনিটে শুরু হবে। আর তা শেষ হবে সকাল ৬ টা ১৯ মিনিটে। বছরের শেষ অমাবস্যার বিজয় মুহূর্ত দুপুর ০২ ০৭ মিনিটে শুরু হবে, আর তা শেষ হবে ২ টো ৪৯ মিনিটে। গোধূলী মুহূর্ত সন্ধ্যা ৫ টা ৩২ মিনিটে শুরু হবে আর তা শেষ হবে সন্ধ্যা ৫ টা ৫৯ মিনিটে।