বৈদিক জ্যোতিষশাস্ত্রমতে, মঙ্গল হল সাহস পরাক্রমের কারক। এরফলে মঙ্গলের রাশি পরিবর্তনের প্রভাব সমস্ত রাশিতে পড়তে আরম্ভ করে। মঙ্গল হল, মেষ আর বৃশ্চিক রাশির স্বামী। যাঁদের কোষ্ঠীতে মঙ্গলের অবস্থান খুবই পোক্ত হয়, তাঁদের আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হয়। বর্তমানে মঙ্গল নিজের নিচ রাশি কর্কটে বিরাজমান। আর ২০২৫ সাল পর্যন্ত এই রাশিতে অবস্থান করবে। তারফলে বহু রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। আসন্ন সময়ে মঙ্গল বক্রী অবস্থানে যেতে চলেছে। তারফলে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। দেখা যাক, লাকি কারা।
মঙ্গল বক্রী:- দৃক পঞ্চাঙ্গ অনুসারে, বর্তমানে কর্কট রাশিতে অবস্থানে রয়েছেন মঙ্গল। ৭ ডিসেম্বর ভোর ৫ টা ১ মিনিটে মঙ্গল কর্কট রাশিতে বক্রী অবস্থানে যাবে। আর এই রাশিতে ২৪ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত থাকবে মঙ্গল। প্রায় ৮০ দিন পর্যন্ত মঙ্গল এই রাশিতে অবস্থান করবে।
কর্কট
এই রাশির জাতক জাতিকারা কোনও দীর্ঘ রাস্তায় যেতে পারেন। এই রাশিতে মঙ্গল, লগ্নভাবে বক্রী হবেন। আপনার কার্যস্থলে আপনার প্রশংসা করা হবে। তবে কোনও কাজ ভেবে চিন্তা করে করতে হবে। সন্তানদের তরফ থেকে আপনার কোনও সমস্যা হলে, তা কেটে যাবে। কেরিয়ারে দারুন লাভ হবে। যদি চাকরি বদলের কথা ভাবেন, তাহলে এই সময়টি ভালো। ব্যবসা ও চাকরিতে বিপুল লাভ হবে। স্বাস্থ্য ভালো থাকবে। নতুন ব্যবসা যদি চান, তাহলে তা সম্পন্ন হবে।
কন্যা
কন্যা রাশির জাতক জাতিকারা এই সময় বিপুল লাভ পাবেন। আপনার সমস্ত রকমের ইচ্ছা এই সময় সম্পন্ন হবে। আপনি কড়া পরিশ্রম করতে পারেন,আর তার হাত ধরে ব্যাপক লাভ পেতে পারেন। ব্যবসায় লাভ পাবেন। পৈতৃক সম্পত্তির দ্বারা অনেক রকমের ভালো পদক্ষেপ হবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। টাকা লাভের যোগ তৈরি হবে। প্রেম জীবন আর দাম্পত্য জীবন ভালো থাকতে চলেছে।
বৃশ্চিক
এই রাশিতে মঙ্গল নবমভাবে বক্রী হতে চলেছে। এর ফলে বিভিন্ন ধরনের লাভ হতে পারে। সব কাজে ভাগ্যের সম্পূর্ম সমর্থন পাবেন। আধ্যাত্মের দিকে ঝোঁক থাকবে। আপনি কোনও ধার্মিক যাত্রায় যেতে পারেন। কর্মস্থলে আপনার কাজ ভালোর দিকে যাবে। নতুন ব্যবসা আপনাকে মুনাফা দেবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। নতুন ব্যবসা আগের থেকে বহু ধরনের মুনাফা দেবে। আর্থিক পরিস্থিতি ভালো হবে। কোথাও যাত্রা করলে সেখান থেকে লাভ পাবে। দাম্পত্য জীবনে খুশি আনন্দ থাকবে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)