বৈদিক জ্যোতিষমতে গ্রহদের সেনাপতি মঙ্গলের গুরুত্ব অপরিসীম। এই মঙ্গলদেব কখনও মার্গী রাস্তায় চলেন। আবার কখনও সোজা রাস্তায় চলেন। আর মঙ্গলের এই গমন উল্টো দিকে হলে তা বক্রী অবস্থান হয়। ফলে মঙ্গল কখনও মার্গী, কখনও বক্রী হন। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে পান। এবার আসন্ন সময়ে ৮০ দিন পর মঙ্গল মার্গী হতে চলেছেন। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে পারেন।
মিথুন
আপনার আত্মবিশ্বাসে বৃদ্ধি হবে। আপনার আত্মবিশ্বাসে বৃদ্ধি হবে। লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবেন। আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে। হঠাৎ করে টাকা আসতে পারে হাতে। সামাজিক মান সম্মান প্রতিষ্ঠা হতে পারে। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। সাহসী কাজে সাফল্য আসবে।
( Navapancham Yog Lucky Rashi: ৯ ফেব্রুয়ারি থেকে ভাগ্য ফিরতে পারে এই ৩ রাশির, শনি ও মঙ্গলের কৃপায় তৈরি হচ্ছে নবপঞ্চম যোগ)
( Delhi Vote Results and Exit Poll: দিল্লিতে ২০২৫র আগের ৩ ভোটপর্বে এক্সিট পোলের সঙ্গে কতটা মিলেছিল ফলাফল? কিছু তথ্য একনজরে)
সিংহ
মঙ্গলের সোজা পথে হাঁটা আপনার জীবনে সুসংবাদ আনতে পারে। আয়ের নতুন নতুন কোনও সূত্র পাবেন। পুরনো কোনও সূত্র থেকে টাকা আসতে পারে। গাড়ি, বাড়ি, ইত্যাদি কেনার যদি পরিকল্পনা থাকে, তাহলে তা পূরণ হতে পারে। আটকে থাকা টাকা হাতে পেতে পারেন। চাকরিরতদের পদোন্নতি হতে পারে।