Chaitra Purnima 2025 Tithi: চৈত্র পূর্ণিমা ২০২৫র তিথি আজ আর কতক্ষণ থাকছে? দেখে নিন পঞ্জিকামত
1 মিনিটে পড়ুন Updated: 12 Apr 2025, 11:00 AM ISTআজ চৈত্র পূর্ণিমা ২০২৫ আর কতক্ষণ থাকছে? দেখে নিন তিথি শেষের সময়কাল
আজ চৈত্র পূর্ণিমা ২০২৫ আর কতক্ষণ থাকছে? দেখে নিন তিথি শেষের সময়কাল
হিন্দুশাস্ত্রমতে পূর্ণিমার আলাদা মাহাত্ম্য রয়েছে। বৈশাখ আসার আগে, আজই রয়েছে চৈত্রের পূর্ণিমা। চৈত্র মাসের এই পূর্ণিমা তিথি নানান দিক থেকে বেশ তাৎপর্যপূর্ণ। এই শুভ তিথিতে রয়েছে হনুমান জয়ন্তী। ২০২৫ সালের চৈত্র পূর্ণিমা তিথি ইতিমধ্যেই পড়ে গিয়েছে। কতক্ষণ এই শুভ তিথি থাকবে? তার হদিশ দিচ্ছে পঞ্জিকামত। দেখে নিন ২০২৫ সালের এই চৈত্র পূর্ণিমা তিথি আর কতক্ষণ থাকবে?
১২ এপ্রিল আজ শনিবার ইতিমধ্যেই চৈত্র পূর্ণিমার তিথি শুরু হয়ে গিয়েছে। ভোররাত ৩ টে ২১ মিনিট থেকে শুরু হয়ে গিয়েছে তিথি। আর তা শেষ হবে রবিবার। রবিবার পড়ছে ১৩ এপ্রিল। সেদিনও ভোরে এই তিথি শেষ হবে। রবিবার, ভোর ৫ টা ৫১ মিনিটে তিথি শেষ হচ্ছে। ফলে আজ ১২ এপ্রিল গোটা দিনই রয়েছে চৈত্র পূর্ণিমার সময়।
আজ চৈত্র পূর্ণিমার বিজয় মুহূর্ত দুপুর ২.৩০ মিনিট থেকে শুরু হবে। তিথি শেষ হবে বিকেল ৩ টে ২৫ মিনিটে। গোধূলী মুহূর্ত শুরু হবে সন্ধ্যা ৬ টা ৪৪ মিনিটে, তিথি শেষ হবে সন্ধ্যা ৭ টা ০৬ মিনিটে। নিশিত মুহূর্ত রাত ১১ টা ৫৯ মিনিটে শুরু হবে, আর তা শেষ হবে ১২ টা ৪৪ মিনিটে। চৈত্র পূর্ণিমার অভিজিৎ মুহূর্ত বেলা ১১ টা ৫৬ থেকে শুরু হবে। আর তা শেষ হবে দুপুর ১২ টা ৪৮ মিনিটে। এই সময়কাল স্নান ও দানের জন্য শুভ।
এদিকে, বৃষ, মীন, মিথুন সহ একাধিক রাশি চৈত্র পূর্ণিমায় লাকি বলে জ্যোতিষশাস্ত্রের মত। প্রসঙ্গত, এর পরবর্তী পূর্ণিমা রয়েছে মে মাসে। সেদিন ১২ মে এই পূর্ণিমার তিথি রয়েছে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)