জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেব হলেন কর্মফলদাতা। আর এই শনিদেবের কৃপায় বহু রাশির জাতক জাতিকার ভাগ্যে উন্নতির রেখা স্পষ্ট হয়। আবার শনিদেবের কোপদৃষ্টি পড়লে, বহু রাশির জাতক জাতিকারা লড়াইয়ের রাস্তা লম্বা হয়। এই মুহূর্তে কুম্ভ রাশিতে অস্ত গিয়েছেন শনিদেব। আর খুব শিগগিরই তিনি মীন রাশিতে উদিত হতে চলেছেন। তারফলে বহু রাশিতে লাভের মুখ দেখতে চলেছেন তিনি। দেখা যাক, শনি উদয়ের ফলে কোন কোন রাশিতে লাভ আসতে চলেছে। জানা যাক, কবে উদিত হবেন শনিদেব?
কর্কট
আধ্যাত্মের দিকে আপনার ঝোঁক বাড়তে থাকবে। শনির উদিত অবস্থার ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে শুরু করবেন। এই সময় জাতক জাতিকারা সব ক্ষেত্রে অপার সাফল্য মিলতে পারে। পড়ুয়াদের এই সময়কাল ভালোর দিকে যাবে। উচ্চ শিক্ষা সম্পন্ন করার সপ্ন পুরো হতে পারে। জীবনে আসবে সুখ শান্তি। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। পার্টনারের সঙ্গে ভালো সহযোগিতামূলক কাজ হবে। সব সাহায্য পাবেন পার্টনারের কাছ থেকে। দাম্পত্য জীবন সুখ সমৃদ্ধিতে কাটবে। পৈতৃক সম্পত্তি পেতে পারেন। আপনার অন্দরে আত্মবিশ্বাস হু হু করে বাড়বে। ধন সম্পত্তির বৃদ্ধি হতে পারে।
( India Pakistan: ‘গ্লোবাল সন্ত্রাসের কেন্দ্র কোথায় গোটা বিশ্ব জানে’, পাকিস্তান আঙুল তুলতেই ইসলামাবাদকে ধুয়ে দিল দিল্লি)
( Dol Purnima 2025 Tithi Ending Time: দোলপূর্ণিমা ২০২৫ আর কতক্ষণ থাকছে আজ! জানুন তিথি চন্দ্রগ্রহণ সময়কাল কী? রইল পঞ্জিকামত)