জ্যোতিষশাস্ত্রমতে বুধের গোচর হয়ে গিয়েছে। আর জানুরিতেই বৃদ্ধির দাতা বুধ একটি নিশ্চিত সময় পর পর নিজের অবস্থান পাল্টে ফেলে বহু রাশিকে সুখের সময় এনে দিচ্ছেন। সদ্য ২৪ জানুয়ারি হয়েছে বুধের গোচর। তারফলে একের পর এক রাশির জীবনে নানান সুসময় দেখা দিতে চলেছে। সদ্য ২৪ জানুয়ারি সন্ধ্যা ৫ টা ২৬ মিনিটে এই বুধের গোচর হয়েছে। আর তা হয়েছে মকর রাশিতে। এরফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখা শুরু করে দিয়েছেন। কোন কোন রাশির ভাগ্য ফিরল দেখা যাক।
মেষ
এই রাশির কেরিয়ারের দিক থেকে বিপুল উন্নতির যোগ তৈরি হচ্ছে। যাঁরা রোজগারের খোঁজ করছেন, তাঁরা পাবেন সুখবর। কেরিয়ারে লাভজনক দিক দেখতে পাবেন। যাঁরা কেরিয়ার এখন শুরু করতে চলেছেন, তাঁরাও পাবেন বিপুল লাভ। আয়ের নতুন রাস্তা খুলে যাবে। ব্যবসায় আপনার রণনীতি সফল হবে। টাকা সঞ্চয় ভালোর দিকে যাবে। আর্থিক পরিস্থিতি ভালো হবে।
বৃষ
আর্থিক পরিস্থিতি ভালোর দিকে যাবে। পৈতৃক সম্পত্তি থেকে কিছু লাভ পাবেন। বুধের কৃপায় কোনও বড় ডিল পাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের। নিজের কাজের প্রশংসা নিজের কানে শুনবেন। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। ব্যবসায় আপনার কৌশল কার্যকরী হবে।
( Surya and Shanidev Yuti Astrology:শনিদেবের সঙ্গে এবার সূর্যের যুতিতে দুর্লভ যোগ! কবে রয়েছে? সৌভাগ্য কড়া নাড়বে ৪ রাশিতে)
কর্কট
এই সময় জীবনসঙ্গীর সম্পূর্ণ সহযোগিতা মিলবে। বুধের মকর রাশিতে গোচর আপনার জন্য সুখবর আনবে। বিদেশি কোনও সংস্থার মাধ্যমে লাভ পাবেন। ব্যবসার দিক থেকেও এই সময় খুবই লাভদায়ক। আপনার কৌশলে আপনি দারুন সাফল্য পাবেন কর্মজীবনে। পার্টনারের সঙ্গে কোথাও যাত্রা করতে পারেন। স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকতে হবে।